আমার একটা ভীষণ হিংসুটে মেয়ে চাই। ভীষণ রকম পজেসিভ।"দেখছো দেখো কিন্তু চোখে বসে গেলে চোখ উপড়ে নেবো" , বা তার সামনে অন্য মেয়ে আমাকে ভালো ভালো বললে গালিগালাজ করবে মনে মনে আর আমার সামনে সশব্দে। মানুষের হিংসে কেন হয় জানেন যখন কোন কিছু বা কোন ব্যক্তি কে মানুষ ভীষণ নিজের বলে মনে করে। ছেলেরা জন্মগত কিছুটা স্বাধীন। এটা বাস্তব সত্য। তবে এই স্বাধীনতাই আমাদের কাছে মাঝে মাঝে শূন্যতা হয়ে দেখা দেয়। ভোকাট্টা ঘুড়ির মতো মনে হয় নিজেদের। তখন আমরা বাঁধনের প্রয়োজন অনুভব করি। শুধু আদর যত্ন খেয়াল রাখা নয়, তার থেকেও বেশি কিছু। সেটা হলো হিংসে আর অধিকার বোধ। "স্বয়ং যম ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। উও লরকি কয়্যা চিজ হ্যায়" । এরকম ।
আমার একটা ঝগড়ুটে মেয়ে চাই। আমি তো দোকানে একদম দরদাম করতে পারিনা, তাই 100 টাকার জিনিস টা 30 টাকা বলেই টুক করে তার পেছনে লুকিয়ে পরব। "উহহ !! দেবে না মানে, আমিও অমুক(বাবার নাম) এর মেয়ে। " , বলতে বলতে দোকান থেকে বেরিয়ে আসবে। আমার আয় নিয়ে খোঁচা দেওয়া তারই অতি শুভাকাঙ্ক্ষী মাসিমা পিসিমা কে দু কথা শুনিয়ে দেবে। নিজের মাকেও বলবে, "তুমি চিন্তা করো না মা। ও নিজে আধখানা রুটি খেলে আমার জন্য একটা রুটি আনবে"। আমার বান্ধবীদের নিয়ে সন্দেহ থাকুক কিন্তু এই বিশ্বাসটা যেন থাকে।
আমার একটা আদুরে মেয়ে চাই। আমি আগে ঘুমিয়ে পড়লে যে আমাকে ঘুম থেকে তুলে আদর খাবে। কোল পেতে দেবে মাথা রাখার জন্য। আঙ্গুল চালিয়ে দেবে মাথার ভেতরে। তার মনে মনে যেন একটাই কথা বারবার ঘোরাফেরা করে এই যে -
' মানুষটার বাবা-মা সবাই চলে যাবে একদিন। তাই আমি ওর শেষ আশ্রয়, ছায়া। আমিই ওর বাবা,মা, দিদি, আত্মীয় স্বজন" । পরিবর্তে তাকে দেবার জন্য প্রাণটা অব্দি থাকলো।
সাজানো ঘটনা...😋
প্রচণ্ড সাজানো ঘটনা...😮
.
তারপর আসে লাভ ম্যারেজে ফুলশয্যা😐😪