Published Apr 23, 2021
3 mins read
524 words
This blog has been marked as read.
Read more
Economics

এই সময় ডিজিটাল ডেস্ক: Jio Vs Airtel লড়াই আজকের নয়! একের পর এক জনপ্রিয় প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান লঞ্চ করে দুই টেলিকম

Published Apr 23, 2021
3 mins read
524 words

এই সময় ডিজিটাল ডেস্ক: Jio vs Airtel লড়াই আজকের নয়! একের পর এক জনপ্রিয় প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান লঞ্চ করে দুই টেলিকম সংস্থা সম্মুখ সমরে নেমে পড়েছিল অনেক আগেই। পাশাপাশিই আবার দেশে 5G নেটওয়ার্ক চালু করা নিয়েও দুই সংস্থার মধ্যে চলছে জোরদার টক্কর। Reliance Jio এবং Airtel এই দুই টেলকোই একাধিক প্রিপেইড প্ল্যানে অফারের লম্বা ফিরিস্তি দিয়ে থাকে ইউজারদের। কোনও প্ল্যানের ভ্যালিডিটি বেশি, কোনও প্ল্যানে আবার অতিরিক্ত ডেটা। কোনও কোনও প্ল্যানে আবার একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনও অফার করা হয়। আজ দেখে নেওয়া যাক, Reliance Jio vs Airtel 3GB ডেইলি ডেটার অফারে এগিয়ে কোন টেলিকম সংস্থা?

Reliance Jio-র 349 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান -

এই প্রিপেইড প্যাকের ভ্যালিডিটি 28 দিন। প্রতিদিন ইউজারদের 3GB হাই-স্পিড ডেটা অফার করা হয় এই প্ল্যানে। অর্থাৎ এই 28 দিনের সমগ্র ভ্যালিডিটি পিরিওড পর্যন্ত ইউজারেরা মোট 84GB ইন্টারনেট পেয়ে যান। দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়। এছাড়াও রয়েছে প্রতিদিন 100 SMS কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাঠানোর সুযোগ। Reliance Jio-র 349 টাকার প্রিপেইড প্ল্যানে সমস্ত Jio Apps-এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করা হয় গ্রাহকদের।

 

 

Reliance Jio-র 401 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান -

এই প্রিপেইড প্যাকেরও ভ্যালিডিটিও 28 দিন। প্রতিদিন 3GB হাই-স্পিড ডেটা অফার করা হয় এই প্ল্যানে। সেই সঙ্গেই আবার রয়েছে অতিরিক্ত 6GB ডেটার অফার। সব মিলিয়ে সমগ্র ভ্যালিডিটি পিরিওড পর্যন্ত (28X3+6=) 90GB ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়ে যান গ্রাহকেরা। এই প্ল্যানেও দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাঠাতে দেওয়া হয় গ্রাহকদের। প্ল্যানটির সবথেকে আকর্ষণীয় অফার হল, Disney+Hotstar VIP সাবস্ক্রিপশনের অফার বিনামূল্যেই ব্যবহার করতে পারেন ইউজারেরা। এছাড়াও এই প্ল্যানে সমস্ত Jio Apps ফ্রি-তেই অফার করা হয় গ্রাহকদের।

Airtel-এর 398 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান -

 

 

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এই প্রিপেইড প্যাকে প্রতিদিন ইউজারদের 3GB হাই-স্পিড ডেটা অফার করা হয়। সব মিলিয়ে এই রিচার্জ প্ল্যানে ইউজারেরা মোট 84GB ইন্টারনেট পেয়ে যান। দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার দেওয়া হয় Airtel-এর এই প্ল্যানে। সেই সঙ্গেই আবার রয়েছে প্রতিদিন 100 SMS কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাঠানোর সুযোগ। এই রিচার্জ প্যাকে গ্রাহকদের Amazon Prime Video মোবাইল এডিশনের 30 দিনের ফ্রি ট্রায়াল অফার করা হয়। পাশাপাশিই আবার রয়েছে Airtel Xstream এবং Wink Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের অফারও।
 

undefined

Jio vs Airtel vs Vi: এই সব প্ল্যানে সারা বছর রিচার্জের চিন্তা নেই! রোজ 2GB ডেটা, সেরা কে?
Airtel-এর 448 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান -

28 দিনের জন্য বৈধ Airtel-এর 448 টাকার প্রিপেইড প্যাক। এই প্ল্যানেও ইউজারদের প্রতিদিন 3GB হাই-স্পিড ডেটা অফার করা হয়। দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই পাঠাতে পারেন গ্রাহকেরা। এক বছরের জন্য বিনামূল্যে Disney+Hotstar VIP সাবস্ক্রিপশন অফার করা হয় ইউজারদের। পাশাপাশিই আবার রয়েছে Amazon Prime Video মোবাইল এডিশনের 30 দিনের ফ্রি সাবস্ক্রিপশনের অফার। এছাড়াও Airtel Xstream এবং Wink Music-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও অফার করা হয় গ্রাহকদের। এই মুহূর্তে প্ল্যানটির সবথেকে আকর্ষণীয় অফার হল, FASTag-এ 100 টাকার ক্যাশব্যাক।
 

 

সবাই যা পড়ছেন

""
অনলাইন ক্লাসে শিশুরা কীভাবে পরিণত মনোযোগ ক্ষমতা পেতে পারে, তা আগে বুঝে উঠুন
""
WhatsApp Vulnerability: আপনার অজান্তেই অন্য কেউ বন্ধ করতে পারে WhatsApp! অবশ্যই জানুন
4

Candlemonk | Earn By Blogging | The Bloggers Social Network | Gamified Blogging Platform

Candlemonk is a reward-driven, gamified writing and blogging platform. Blog your ideas, thoughts, knowledge and stories. Candlemonk takes your words to a bigger audience around the globe, builds a follower base for you and aids in getting the recognition and appreciation you deserve. Monetize your words and earn from your passion to write.