Published Apr 23, 2021
2 mins read
421 words
This blog has been marked as read.
Double Click to read more
Hobbies

Love In Soul

Published Apr 23, 2021
2 mins read
421 words

কলেজে নতুন ভর্তি হল একটি মেয়ে। সেই কলেজে পলিটিকাল মাতামাতিটা খুব বেশি। একটি ছেলে পলিটিক্যাল জোরে একটা ছেলেকে মার ছিল তখন সেই মেয়েটির সেখানে হাজির হয় এবং ছেলেটি কে বাঁচায়। এই প্রথম কোন মেয়ে কোন ছেলেকে ঐ পলিটিকাল ছেলেটির থেকে বাঁচাতে দেখে সেই ছেলেটি ওই মেয়েটার উপর হাত তোলে। সেখানে পলিটিকাল এর হেড কলেজের জিএস চলে আসে এবং বলে এখানে কোন মারামারি না করতে মেয়ে বলে তাকে ছেড়ে দিতে। এদিকে কলেজের সবাই মেয়েটির সাহস দৌরাত্ম্য দেখে তার প্রশংসা করে এবং জিএস সিলেকশনের তাকে দাঁড় করায়। কলেজের সবাই তার পক্ষে চলে যায় এটা দেখে পার্টির লোক গুলো মেনে নিতে পারেনি মেয়েটাকে মারার প্ল্যান করতে থাকে। মেয়েটা অনেক রাতে যখন হোস্টেলে ফিরছিল তখন ছেলেটি তার পিছু করে এবং তাকে মারার চেষ্টা করে। কিন্তু ছেলেটি মারতে গিয়ে মারতে পারেনা। একটা অচেনা ভালোবাসা থেকে ঘিরে ধরে। এদিকে পার্টির লোক তাকে ফোন করে বলে সেটা কে মেরেছে কিনা কিন্তু সেই কোন উত্তর দিতে পারেনা। মেয়েটি পালিয়ে যায় এবং তার ছেলেটির সাথে দেখা হয়ে যায় সে ছেলেটিকে জড়িয়ে ধরে। এবং অজ্ঞান হয়ে যায়। তখন ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে যায় এবং তার সেবা করে। তখন মেয়েটি বলে আপনাকে খুব খারাপ মানুষ মনে করতাম কিন্তু আপনি মনের দিক থেকে খুবই ভালো। তাহলে কেন আপনি এই খারাপ হওয়ার নাটক করে সবার সামনে। ছেলেটি কোন উত্তর দেয় না। ছেলেটি মেয়েটির মধ্যে একটা ভালোবাসা খুঁজে পায়। এদিকে পার্টির লোক সমানে ফোন করে জিজ্ঞেস করে মেয়েটি কে মারা হয়েছে কিনা। ছেলেটি কোন উত্তর দিতে পারে না বলে সে পালিয়ে গেছে। পরের দিন কলেজে যায় দুজন দুজনের দিকে তাকায় একটা ভালোলাগা তৈরি হয়ে যায়। এরকম ভাবেই ছেলেটি মেয়েটিকে ভালোবেসে ফেলি কিন্তু পার্টির লোকক সেটা বলতে পারেনা। আর টিক টক এর সাথে ছেলেটির সব সময় ঝামেলা লেগে থাকে মেয়েটিকে নিয়ে। এদিকে কলেজের সবাই মেয়েটিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। সেরকম অবস্থায় ছেলেটি নিজের নাম ভোটের তালিকা থেকে তুলে নেয় এবং মেয়েটিকে জিটিএ দেয়। মেয়েটি তখন খুব খুশি কিন্তু পার্টির লোক ছেলেটির উপর মন্তব্যটা করে যে ছেলেটি মেয়েটিকে ভালোবাসতো তাই ইলেকশনে দাঁড়ায়নি। পার্টির লোক ছেলেটিকে মারার চেষ্টা করে কিন্তু মারতে পারেনা। সেখানে মেয়েটিকে হাজির হয় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপরে ছেলেটি মেয়েটিকে জানায় কেন সে মেয়েটিকে মারার চেষ্টা করেছিল। কিন্তু এখন সে মেয়েটিকে খুবই ভালোবাসে তার জন্য সমস্ত পার্টি সে ছেড়ে দিতে রাজি হয়েছে। মেয়েটিঃ প্রথমে তাকে বিশ্বাস করতে চাইছিল কারন সে যখন জানতে পারল এই সেই ছেলে যে তাকে মারতে চেয়েছিল কিন্তু পরে ছেলেটিকে দেখে মেয়েটি তাকে বিশ্বাস করে। এবং বলে মেয়েটির জন্য সমস্ত পলিটিকাল কাজ বাদ দিতে। ছেলেটি রাজি হয়ে যায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে। কলেজের দিকে এগিয়ে যায়। এভাবেই তাদের প্রেম চলতে থাকে। এবং কলেজে অনেক উন্নতি হয় কোন পলিটিক্যাল মতামত আর থাকেনা

 

#Loveislife
#Love
#Love soul
5

Candlemonk | Earn By Blogging | The Bloggers Social Network | Gamified Blogging Platform

Candlemonk is a reward-driven, gamified writing and blogging platform. Blog your ideas, thoughts, knowledge and stories. Candlemonk takes your words to a bigger audience around the globe, builds a follower base for you and aids in getting the recognition and appreciation you deserve. Monetize your words and earn from your passion to write.